Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

বুদ্ধির খেলা হলেও দাবা হারাম Chess is forbidden even if it is a game of intellect

দাবা খেলা খারাপ একটি কাজ. . তাছাড়া  সে বিষয়ে ইসলাম চৌদ্দশ বছর আগেই ঘোষণা দিয়েছে এই খেলার নাম সহকারে. অনেকেই এটিকে বিভিন্ন যুক্তিতে যায় বা বৈধ বলতে চেষ্টা করেন কেউ শারীরিক উপকার বা মানসিক উপকারের অজুহাত দেখাতে চেষ্টা করেন. কিন্তু যে খেলার নাম সহকারে উল্লেখিত রয়েছে যে এটি অবৈধ, হারাম এবং এটি উপকারী কোন কাজ নয় সেই বিষয়ে আমাদের মনোবৃত্তির যুক্তি প্রদর্শন না করাটাই উত্তম. 



হয়তো অনেকেই আমার কথা মানতে পারছেন না . কোরআন জ্ঞানীদের  উপদেশ. তাই সে সকল জ্ঞানীদের জন্য রয়েছে শারিয়া বাণী. মনে রাখতে হবে, বর্তমান আধুনিক বিজ্ঞান ইসলামের সকল নিজেদের মধ্যে চরম ক্ষতি খুঁজে পায় এবং সমস্ত আদেশের মধ্যে উপকার খুঁজে পায়. নিচে তেমন কিছু নির্দেশনা উল্লেখ করা হলো-


মুসাদ্দাদ (র)…. বুরায়দাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেনঃ নবী করীম (সা) বলেছেনঃ যে ব্যক্তি শতরঞ্চ বা দাবা খেলে, সে যেন তার হাতকে শূকরের গোশত ও রক্তের মধ্যে প্রবেশ করায় । [সহীহ মুসলিম শরীফ , ৫ম খন্ড , ৪২ তম পর্ব , ১ম অধ্যায় , হাদীস নং- ১০/২২৬০]

 ................................ 

 একদিন দু’জন আনছার ছাহাবী তীর নিক্ষেপ প্রতিযোগিতা করছিলেন। হঠাৎ একজন বসে পড়লেন। তখন অপরজন বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার। কষ্ট হয়ে গেল নাকি? জবাবে তিনি বললেন, ‘আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি যে, প্রত্যেক বস্তু যা আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়, সেটাই অনর্থক (ﻟَﻬْﻮ ) ... (নাসাঈ, হা/৩১৫)।

 ..................................... 

 আবু মুসা আল আশ’আরী (রাঃ) থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেনঃ যে ব্যাক্তি দাবা ( সতরঞ্জি) খেললো সে আল্লাহ্ ও তার রাসূলের নাফরমানী করলো। [ সুনানে আবু দাউদ , অধ্যায় নং- ৪৩ , অনুচ্ছেদ নং- ৬৪ , হাদীস নং- ৪৯৩৮ ] ইমাম বুখারী (রহঃ) অনুচ্ছেদ রচনা করেছেন, ‘প্রত্যেক খেলা-ধুলা (ﻟَﻬْﻮ) বাতিল, যদি তা আল্লাহর আনুগত্য থেকে উদাসীন করে দেয়’। 

সুতরাং বুদ্ধির খেলা হলেও দাবা হারাম। Chess is forbidden even if it is a game of intellect

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.