যে সামান্য কষ্টে চির সুখ শান্তি - আর যে সামান্য মজায় চিরদিন কষ্ট আর অশান্তি
প্রসঙ্গ: বিবাহ-পরবর্তী টু-স্টেপ রিএকশন:
* আপনি কোনটা চান?
(১) মাত্র ৫ মিনিটের শান্তি নিলে - ফল হতে পারে পরবর্তী ২৪ ঘন্টা অশান্তি/ সারা জীবনের অশান্তি। অথবা,
(২) মাত্র ৫ মিনিটের শান্তি না নিলে - ফল হতে পারে পরবর্তী ২৪ ঘন্টা শান্তি/ সারা জীবনের শান্তি।
অর্থাৎ - যে সামান্য কষ্টে চির সুখ শান্তি - আর যে সামান্য মজায় চিরদিন কষ্ট আর অশান্তি।# ব্যাখ্যা:
(১) চলমান সংসারে হঠাৎ একটু রাগ। যার স্থায়িত্ব ৫ থেকে ১০ মিনিট। খুবই যন্ত্রণাদায়ক। যদি এই ১০ মিনিট আপনি সহ্য না করেন, রাগ ঝেড়ে দিয়ে মনের শান্তি নেন; নিশ্চিত ফল হবে পরবর্তী ২৪ ঘন্টা আপনার অশান্তি অথবা হতে পারে সারা জীবনের জন্য অশান্তি। একটু রাগ এর ফলে হয়ে যাচ্ছে তালাক । আর তালাকপ্রাপ্তা একজন মানুষ জীবিত থেকেও যেন মৃত। হাজারো কান্নাকাটি করুন বা চেষ্টা করুন না কেন, কোন উপায় নেই আর আপন মানুষটি কে কাছে ফিরে পাবার। আজ না হলেও আগের মতো শান্তি টা ফিরিয়ে আনতে আপনার সপ্তাহখানেক লেগে যাবে।
(২). চলমান সংসারে হঠাৎ একটু রাগ। যার স্থায়িত্ব ৫ থেকে ১০ মিনিট। খুবই যন্ত্রণাদায়ক। যদি এই ১০ মিনিট আপনি একটু সহ্য করেন, রাগ ঝেড়ে না দিয়ে মনের শান্তি ওই সময় না নেন; নিশ্চিত ফল হবে পরবর্তী ২৪ ঘন্টা আপনার শান্তি অথবা হতে পারে সারা জীবনের জন্য শান্তি। আর ওই ১০ মিনিট পরে দেখবেন তাৎক্ষণিকভাবে আপনার আবার শান্তি ফিরে এসেছে আগের চেয়েও আপনারা দুইজন আরোও আপন হয়ে গিয়েছেন।
# মনে রাখবেন, আপনি যখনই কোনো কিছু সহ্য করতে পারছেন না তখনই সেই বিষয়ে আপনার মনে রয়েছে অহংকার। এখানে অহংকার টাও খারাপ রাগটাও খারাপ । খারাপে খারাপ মিলে আপনার মধ্যে কত খারাপ অবস্থা বিরাজমান হবে তা দুটি জীবন বা দুটি পরিবার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ অল্প সময়ে যদি সহ্য করতেন আপনার আপন মানুষটির জন্য; দুইজন থাকতে পারতেন সারাজীবন; হতে পারতো আপনাদের সম্পর্কটা ধন্য।
লেখা: খালিদ।
(FOUNDER #README2KNOW)।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন