Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

পুরুষ

এক বোনের পোস্ট থেকে সংগৃহীত:

---------------------------------------- পুরুষ হলো এক মহান জাতি। বলা যায় মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত। নারী জাতির চেয়ে পুরুষ জাতির মধ্যে ধৈর্য নামক মহান গুনাবলী অনেক বেশি থাকে । কষ্টের দিক বিবেচনা করলে- একজন নারী তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধরেন। কিন্তু একজন পুরুষ তার পুরো পরিবারটা কে তার মাথার মধ্যে ধরে রাখেন সারাজীবন।


একজন নারীর জীবনের বেশি অংশ পুরুষদের (বাবা,চাচা, মামা,ভাই) সাথে কাটে। 

পুরুষ হতে পারে  বাবা, বা অভিভাবক। পুরুষ ই নারীর প্রশ্রয়,এই বিশাল পৃথিবী তে নারীরা একমাত্র কোনো পুরুষের কাছেই নিরাপদ। মৃত্যুর পর কোনো পুরুষ মৃতদেহ নিয়ে যাবেন কবরস্থানে। যুগে যুগে যতো নবী রাসুল,অলী আউলিয়াগন পৃথিবী তে এসেছেন তারা পুরুষ রুপে ই এসেছেন। গুটিকয়েক খারাপ পুরুষদের কথা চিন্তা করতে করতে আমরা আজকাল এসব ভুলেই গিয়েছি। পুরুষ দিয়েই সৃষ্টি জগতের শুরু।


পুরুষ হলো অসীম নেয়ামতের নিদর্শন।   নারীদের চাইতে পুরুষদের দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অনেক বেশী। 


তারা কঠিন দু:খের মাঝেও চুপ করে থাকতে পারে। দু:খে সহজে কেঁদে দেয় না। পুরুষের যদি কেদে দিত; নারীরা স্ট্রোক করে মারা যেত। ‌


ভারী জ্ঞান বুদ্ধি, শরীয়তের মাধ্যমে প্রদত্ত সকল কঠিন দায়িত্ত পালনে, অতীত থেকে সকল শাসক হিসাবে দায়িত্ব পালন করেন পুরুষ রাই। এমনকি ইবাদতের ক্ষেত্রেও পুরুষরাই সেরা। পুরুষ জাতি হলো সৃষ্টির শুরু। সুতরাং সেই মহান পুরুষ জাতির সাথে আমরা যদি অল্প কিছু খারাপদের মিলিয়ে ফেলি সেটা আমাদের বেকামী ছাড়া অন্য কিছু নয়।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.