Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

যানবাহনের তলায় অথবা বাড়ির সামনের দরজার উপরে জুতা ঝুলিয়ে রাখা ! ইসলাম কি বলে ?

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. 

মাঝেমধ্যে দেখা যায় - বিভিন্ন বাড়ির সামনের দরজার উপরে অথবা বিভিন্ন যানবাহনের তলায় এ রকম জুতা ঝুলিয়ে রাখা হয়.
জাহেলী যুগে মানুষের বিশ্বাস ছিল, এসকল বস্তু যেমন তাবিজ অথবা জুতা বদনযর বা ক্ষতি থেকে রক্ষা করে। নবীজী এগুলো ছিঁড়ে ফেলতে বলেছেন। কারণ, এটি একটি শিরকী বিশ্বাস। আর এগুলো তাবিজের বিধানের মধ্যে পড়বে. নিচে একটি প্রমাণ পেশ করা হল.

উকবা বিন আমের আল-জোহানি রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল লোক উপস্থিত হল।
তাদের নয়জনকে তিনি বায়আত করলেন একজনকে করলেন না।
তারা বলল, হে আল্লাহর রাসূল! নয়জনকে বায়আত করলেন, আর তাকে ত্যাগ করলেন? তিনি বললেন:
‏« ﺇِﻥَّ ﻋَﻠَﻴْﻪِ ﺗَﻤِﻴﻤَﺔً ” ، ﻓَﺄَﺩْﺧَﻞَ ﻳَﺪَﻩُ ﻓَﻘَﻄَﻌَﻬَﺎ، ﻓَﺒَﺎﻳَﻌَﻪُ، ﻭَﻗَﺎﻝَ : ” ﻣَﻦْ ﻋَﻠَّﻖَ ﺗَﻤِﻴﻤَﺔً ﻓَﻘَﺪْ ﺃَﺷْﺮَ
“তার উপর তাবিজ রয়েছে, তিনি স্বীয় হাত বের করে তা ছিঁড়ে ফেললেন, অতঃপর তাকে বায়আত করলেন, এবং বললেন যে তাবিজ ঝুলালো সে শিরক করল।

মুসনাদে আহমদ: (১৬৯৬৯), সহি হাদিস সমগ্র : (৪৯২), হাকেম।



  


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.