বিকল্প নিয়ে বিতর্ক - ইসলামিক টপিক
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় পাঠক বন্ধুরা।
আজকের শিরোনাম দেখে বুঝতেই পারছেন বিকল্প কোনো কিছু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর তা তৈরি হয়েছে ইসতেনজা (বাথরুম) সারার পর কুলুখ করা নিয়ে।
প্রত্যেকটা কাজ / প্রত্যেকটা বস্তুরই বিকল্প রয়েছে। একটি হচ্ছে মূল. এটা যদি বড় অনুপস্থিত থাকে তার পরিবর্তে যেটি সেকেন্ডহ্যান্ড হিসেবে ব্যবহার করা যায় সেটি হচ্ছে বিকল্প। যার ইংরেজি নাম alternatives. . উদাহরণ হিসেবে বলা যায় নিচের ছবিটা দেখুন।একটি ওয়াল পার হওয়ার জন্য যেকোনো এক দিক থেকে গেলেই হল।
আজকের টপিকটির আলোচনা খুব বেশী বড় করব না।
ঘটনা হচ্ছে প্রায় মানুষ আমার কাছে টিসু চয় যে সে ইস্তিঞ্জা অথবা বাথরুমে যাবে সেখানে প্রস্রাব করবে
।আমি যখন বলি যে আমি এক্ষেত্রে টিস্যু ব্যবহার করি না ।তারা বলে- কি ব্যবহার করেন ?.
আমি বলি- পানি ব্যবহার করি। তখন তারা আমার দিকে চোখ মোটামোটা করে তাকায়। কখনো কখনো বা তারা কটু মন্তব্য করে বসে। সব নতুন নিয়ম কোথায় পান?
এখানে একটু বলে রাখা ভালো,
পায়খানা কাজটার কথা ভিন্ন সেখান কুলুখের প্রয়োজন পড়ে, এবং আবশ্যক তথা হাদীসের আদেশ ও আছে। তবে শুধুমাত্র প্রস্রাবের ক্ষেত্রে,ঢিলা টিস্যু বা কোন ধরনের কোনো কে ব্যবহার করা জরুরি কিনা, বা কুলুখ ধরে হাটা হাঁটি , বা এসবের কোনো উপকারিতা বা কোনো নির্দেশনাা ইসলামী শরীয়ত বর্ণনা করে নাই, কোন সাহাবী থেকে পাওয়া যায়না।
প্রকৃতপক্ষে হাদীছ শরীফ-এ সাহাবীদের প্রস্রাবের সংক্রান্ত যত হাদিস পাওয়া যায় এবং ঢিলা-কুলুখ ব্যবহার সংক্রান্ত হাদিস, তারা পানিকেই প্রথমত এবং জরুরী এবং একমাত্র পবিত্র কারক বলে বর্ণনা করেন, এবং ঢিলা কুলুখ যদি কোন স্থানে পানি পাওয়া না যায় তখন কুলুখ ব্যবহার করে প্রস্রাব থেকে পবিত্র হতে হবে।
এখন আসি দলিল-প্রমাণ।
আমাদের মনে রাখা দরকার, কিছু করার জন্য হ াদিস থাকা চাই ই। “নিষেধ নাই” শব্দ ব্যবহার করে কিছু করা শরিয়াহ এর সাথে মেলেনা।
-----------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন