Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

স্ক্রীন রেকর্ড ভিডিওতে ফ্রেম । How to add device frame in screen record video

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা , আজ আপনাদের সামনে নিয়ে আসলাম YOUTUBE CONTENT MAKER দের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক.  তা হচ্ছে, স্ক্রীন রেকর্ড ভিডিওতে ফ্রেম কিভাবে যোগ করতে হয়?
 

 ইউটিউবারদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করার সময় তাদের বিভিন্ন সময়ে কম্পিউটার এবং মোবাইলের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়. কিন্তুু ভিডিওতে ভালো দেখায়না.  ঠিক যেমন দেখুন নিচের ছবিটি .   


 স্ক্রিন রেকর্ড করার পরে যখন ভিডিওটি তৈরি করা হয় এবং ইউটিউব এ আপলোড দেওয়া হয় তখন যদি একটি ফ্রেম এড করা যায় এবং কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করা স্ক্রিন রেকর্ডিং যখন কম্পিউটারের ফ্রেম যোগ  করা যায় এবং মোবাইল স্ক্রিনে রেকর্ড করা ভিডিওতে যখন মোবাইলের একটি ফ্রেম যোগ করা যায় তখন তা অত্যন্ত প্রফেশনাল + খুবই সুন্দর এবং খুব ভালো দেখা যায়। যাতে করে দর্শকেরা খুব সুন্দর করে তা দেখতে পারে. যেমন এই ছবি :
 আজকের বিষয়টি হচ্ছে এই কিভাবে ফ্রেম যোগ করবেন ,সেহেতু শেষ পর্যন্ত গুরুত্বসহকারে দেখতে থাকুন এবং কোন কিছু না বুঝলে বা কোন সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ।

আসুন শুরু করা যাক . এই কাজটি করার ক্ষেত্রে দুই ভাবে করা যায় একটি হচ্ছে যখন কেউ ফ্রেম ডাউনলোড করে অনলাইন থেকে এবং মোবাইলের স্ক্রিনের উপরে সেটা GreenScreen ডাউনলোড করেন,  গ্রিন স্কিন রিমুভ করেন,যোগ করতে যান তখন অনেক সময় এটা হয় যে কনটেন্ট ঢাকা পড়ে যায় । তার চেয়ে একটি প্রফেশনাল সহজ উপায় fআছে। এজন্য লাগবে  ক্যামটেসিয়া২০১৯ (যাহা আমি ব্যবহার করতেছি).

  কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার ফ্রেম ও মোবাইল স্ক্রিনে মোবাইল ফ্রেম এর জন্য একটি উপায় হচ্ছে আপনি যে ভিডিওতে ফ্রেম যোগ করতে চান সেই ভিডিও সিলেক্ট করবেন।

 সিলেট করার পরে ক্যামটাসিয়ার উপর থেকে মডিফাই নামক বাটন (ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন) 1,2,3,4 এভাবে পর্যাক্রমে মাউস দিয়ে সিলেক্ট করে করেছে শেষমেশ ডিভাইস ফ্রেম ক্লিক করবেন।


 ক্লিক করার পরে দেখবেন যে একটি Device Frame যোগ হয়ে গেছে। এরপরে ফ্রেম এর ডানপাশে অপশনে গিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন যে কিভাবে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন। 
মোবাইল নাকি কম্পিউটার , মোবাইল দিলে কোনটা ? নাকি ল্যাপটপ দিতে চাচ্ছেন ?এটা আপনি সিলেট করতে পারবেন। তখন দেখবেন এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসবে নিচের ছবির মত এবং এটা কিভাবে চেঞ্জ করবে সেটা আমি দেখুন লাল একটি বক্স এবং তীর দেখিয়ে দিয়েছি সেই ভাবে আপনি এটা পরিবর্তন করতে পারবেন।



মোবাইল বা কম্পিউটারে রেকর্ড করা ভিডিওতে এড করার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে -আপনার ক্যামটেসিয়া এর বাম পাশে যে MENU আছে সেখানে খেয়াল করুন. Media, Transition, Behaviour, Visual effect ইত্যাদি এর মধ্যে যদি আপনার Visual effect অপশনটি থাকে তাহলে Visual effect  ক্লিক করুন . যদি না থাকে তাহলে MORE ক্লিক করুন. তখন দেখবেন MORE ক্লিক করার পরে আপনার Visual effect  চলে আসবে আসার পরে CLICK করুন।


এখন আপনি দেখুন ডানপাশের যে Color Change, Audio Speed ইত্যাদি পাশে দেখুন অপশন আছে যেখানে আমি ১ এবং ২ সিলেট করেছি , ডিসপ্লের উপরে মাউসের LEFT লেফট বাটন ক্লিক করুন+ ক্লিক করে যে ভিডিওতে আপনি FRAME ADD করতে চান সেই ভিডিওর উপরে নিয়ে সে ছেড়ে দিন .


এই পর্যন্ত যা বলেছি ঠিক সেভাবে আপনি ফ্রেম পরিবর্তন করে DEVICE FRAME ঠিক করে নিতে পারবেন. 


কোন কিছু না বুঝলে বা কোন সমস্যা হইলে অবশ্যই প্রশ্ন করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন । পরের কোন গুরুত্বপূর্ণ পোস্ট ইমেইলে পাবার জন্য আমাদের পেজের নিচে ইমেইল প্রদান করে সাবস্ক্রাইব করুন। এসকল বিষয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব  করুন। ভালো করে বুঝার জন্য নিচের ভিডিও টি চালু করুন। আল্লাহ হাফেজ।  


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.