দোয়া কবুল হওয়ার সময় ও যেসব স্থানে দোয়া কবুল করা হয়
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ । আমি দোয়া কবুল হওয়া র সময় ও যেসব স্থানে দোয়া কবুল করা হয়সেগুলো সংক্ষেপে উল্লেখ করতে চেষ্টা করছি।
- কোন কোন পরিস্থিতিতে দোয়া কবুল হয়ে থাকে
- মৃত ব্যক্তির দোয়া যার উপর অত্যাচার করা হয়েছে,
- তিনি ভ্রমণ করেছেন বা যিনি মুসাফির,
- যিনি উপবাস করছেন বা রোজা আছেন,
- কোরআন তেলাওয়াত করতেন বা সবাই মত কোরআন তেলাওয়াত করা শেষ করেছেন,
- যে ব্যক্তি হজ বা ওমরা করছেন ,
- যিনি অপর মুসলিম কোন ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করছেন এই সময়ে সমস্ত ফেরেশতারাও ”আমিন” বলে থাকেন,
- এমন ব্যক্তি যিনি অবিচ্ছিন্নভাবে আল্লাহর স্মরণে রয়েছেন তিনি তাঁর প্রত্যেকটি কাজে আল্লাহর স্মরণ করেন,
- ন্যায় বিচারক বাদশা বা ন্যায় বিচারক.
বছরজুড়ে যেকোনো সময়ে আল্লাহ তায়ালা দোয়া কবুল করতে করতে পারেন .
কিন্তু কিছু কিছু সময় রয়েছে যে সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিবেশী দয়া করেন তার মধ্যে অন্যতম কিছু সময়
- রাতের শেষ তৃতীয়াংশ: সুতরাং মাগরিব ও জড়ের মধ্যবর্তী রাত্রিকে তিন ভাগ করে রাতের শেষ তিন ভাগের প্রথম থেকে শুরু অর্থাৎ হারাতে যদি হয় সন্ধ্যা 7 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাহলে এর মধ্যে 10 ঘন্টা সময় পাওয়া যায় এই 10 ঘণ্টা সময় কে তিন ভাগ করলে 3 ঘন্টা কিছুটা সময় পাওয়া যায় অর্থাৎ রাত 1:00 বা দুইটার পর থেকে এই এক তৃতীয়াংশ শুরু হতে পারে
- যখন আযান দেওয়া হয়: আজান ও ইকামতের মধ্যে আজানের পরে ইকামতের পড়ে এ সময় গুলোতে দোয়া কবুল হয়,
- নামাজের সময় ও সিজদার সময়: বান্দা যখন নামাজে সিজদায় থাকেন তখন সে মহান আল্লাহ রব্বুল আলামীনের সবচেয়ে নিকটে থাকে,
- নামাজের পরে যখন নামাজ আদায় করা শেষ হয় নামাজের পরে সালাম ফিরিয়ে নিয়মিত কিছু দোয়া পড়ে সে তার মনের কথাগুলো আল্লাহর কাছে শেয়ার করতে পারেন,
- যেকোনো নামাজ একাকী পড়ার সময় সুন্নাত-নফল ইত্যাদি শেষে যদি দুই হাত তুলে মুনাজাত করা হয় এই দোয়া খুব দ্রুত আল্লাহতালা কবুল করে থাকেন.
- আরো কিছু সময় আছে
- রাতে ঘুম থেকে উঠার পরে ওযু করার পর,
- জমজম পানি পান করার আগে,
- রমজান মাসে,
- অসুস্থ ব্যক্তিকে দেখার সময়,
- যখন বৃষ্টি হয়,
ইত্যাদি সময় গুলোতে দোয়া কবুল হয়ে থাকে ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন