Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

দোয়া কবুল হওয়ার সময় ও যেসব স্থানে দোয়া কবুল করা হয়

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ । আমি দোয়া কবুল হওয়া র সময় ও যেসব স্থানে দোয়া কবুল করা হয়সেগুলো সংক্ষেপে উল্লেখ করতে চেষ্টা করছি।

  • কোন কোন পরিস্থিতিতে দোয়া কবুল হয়ে থাকে

  1.  মৃত ব্যক্তির দোয়া যার উপর অত্যাচার করা হয়েছে,
  2.  তিনি ভ্রমণ করেছেন বা যিনি মুসাফির,
  3.  যিনি উপবাস করছেন বা রোজা আছেন,
  4.  কোরআন তেলাওয়াত করতেন বা সবাই মত কোরআন তেলাওয়াত করা শেষ করেছেন,
  5.  যে ব্যক্তি হজ  বা ওমরা করছেন  ,
  6.  যিনি অপর মুসলিম কোন ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করছেন এই সময়ে সমস্ত ফেরেশতারাও ”আমিন” বলে থাকেন,
  7.  এমন ব্যক্তি যিনি অবিচ্ছিন্নভাবে আল্লাহর স্মরণে রয়েছেন তিনি তাঁর প্রত্যেকটি কাজে আল্লাহর স্মরণ করেন,
  8.  ন্যায় বিচারক বাদশা  বা ন্যায় বিচারক.

বছরজুড়ে যেকোনো সময়ে আল্লাহ তায়ালা দোয়া কবুল করতে করতে পারেন .

কিন্তু কিছু কিছু সময় রয়েছে যে সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিবেশী দয়া করেন তার মধ্যে অন্যতম কিছু সময়


  1. রাতের শেষ তৃতীয়াংশ: সুতরাং মাগরিব ও জড়ের মধ্যবর্তী রাত্রিকে তিন ভাগ করে রাতের শেষ তিন ভাগের প্রথম থেকে শুরু অর্থাৎ হারাতে যদি হয় সন্ধ্যা 7 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাহলে এর মধ্যে 10 ঘন্টা সময় পাওয়া যায় এই 10 ঘণ্টা সময় কে তিন ভাগ করলে 3 ঘন্টা কিছুটা সময় পাওয়া যায় অর্থাৎ রাত 1:00 বা দুইটার পর থেকে এই এক তৃতীয়াংশ শুরু হতে পারে
  2.  যখন আযান দেওয়া হয়: আজান ও ইকামতের মধ্যে আজানের পরে ইকামতের পড়ে এ সময় গুলোতে দোয়া কবুল হয়,
  3.  নামাজের সময় ও সিজদার সময়: বান্দা যখন নামাজে সিজদায় থাকেন তখন সে মহান আল্লাহ রব্বুল আলামীনের সবচেয়ে নিকটে থাকে,
  4.  নামাজের পরে যখন নামাজ আদায় করা শেষ হয় নামাজের পরে সালাম ফিরিয়ে নিয়মিত কিছু দোয়া পড়ে সে তার মনের কথাগুলো আল্লাহর কাছে শেয়ার করতে পারেন,
  5.  যেকোনো নামাজ একাকী পড়ার সময় সুন্নাত-নফল ইত্যাদি শেষে যদি দুই হাত তুলে মুনাজাত করা হয় এই দোয়া খুব দ্রুত আল্লাহতালা কবুল করে থাকেন.

  •  আরো কিছু সময় আছে
যেমন:

  1.  রাতে ঘুম থেকে উঠার পরে ওযু করার পর,
  2. জমজম পানি পান করার আগে,
  3.  রমজান মাসে,
  4.  অসুস্থ ব্যক্তিকে দেখার সময়,
  5.  যখন বৃষ্টি হয়,

 ইত্যাদি সময় গুলোতে দোয়া কবুল হয়ে থাকে ।


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.