Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

আলোকিত সুন্দর জীবন বনাম ছকে বাঁধা বিভক্ত জীবন - পর্ব-০১.

আসসালামু আলাইকুম,
আমাদের জীবন আমরা ছকে বেঁধে ফেলেছি। ভাগ করে ফেলেছি।

ধরে নিন আমাদের পাওয়া সর্বোচ্চ ৪০ বা ৫০ বছরের জীবন একটা দেশের মত। যে দেশের শাসন ব্যাবস্থায় আছে বিভিন্ন ক্ষেত্র।  যেমনকৃষি খাত , শিক্ষা খাতসংস্কৃতি খাতঅর্থনীতি খাত,বৈদেশিক খাতব্যাবসা খাত ইত্যাদি  আমাদের জীবনেও এরকম বিভিন্ন খাত আছে। যথাইবাদাত (নামাজ,রোজা),বিবাহব্যাবসা,  বাণিজ্যশিক্ষা,পরিবারসমাজ পরিচালনারাষ্ট্র পরিচালনাচাকুরী ইত্যাদি।

অন্যভাবে বলা যায়ধরে নিন আমাদের পাওয়া সর্বোচ্চ ৪০ - ৫০ বছরের জীবন একটা মোবাইল বা কম্পিউটারের মত। যে যন্ত্রে আছে বিভিন্ন সফটওয়্যার   যেমনক্যালকুলেটর , কল লিস্টওয়ার্ডএক্সেলক্যালেন্ডার,  ইত্যাদি 
আমাদের জীবনেও এরকম বিভিন্ন কাজ আছে। যথাইবাদাত (নামাজ,রোজা), বিবাহব্যাবসাবাণিজ্যশিক্ষাসমাজ পরিচালনারাষ্ট্র পরিচালনাচাকুরী, ব্যাবহার ইত্যাদি।
ইসলামের দাবি হলো , আমাদের  জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন অনুযায়ী চালাতে হবে। তবে নিম্ন লিখিত এমন কাজ গুলো করা যাবেনাঃ
-  আমি আমার জীবনে নামাজ  চাকুরী তে ইসলাম মেনে  চলবোঅন্য আর কোন ক্ষেত্রে মানবোনা।
 -  আমি আমার জীবনে বিবাহ আর নামাজ -রোজায় ইসলাম মেনে  চলবোঅন্য আর কোন ক্ষেত্রে মানবোনা।
 -  আমি আমার জীবনে ইবাদাত ও ব্যাবহার এ ক্ষেত্রে ইসলাম পুরোপুরি মানবোআর ব্যাবসা তে ইসলাম আংশিক মেনে  চলবোঅন্য আর কোন ক্ষেত্রে কিছু  মানবোনা।
 -  আমি আমার জীবনে কিছু ক্ষেত্রে ইসলাম পুরোপুরি মানবোআর কিছু ক্ষেত্রে ইসলাম আংশিক মেনে  চলবোঅন্য আর কিছু ক্ষেত্রে কিছু  মানবোনাবরং নিজস্ব মতামত  বা সমাজের মতামত অনুযায়ী চলবো।

উক্ত চারটি কাজ অত্যান্ত ভুল পর্যায়ের।
আমরা অজু করতে ভুল হচ্ছে কিনা তা যাচাই করতে এবং শুদ্ধ করতে ঠিকই ইমামআলেমহুজুরদের কাছে যাই যাতে নামাজ ঠিক হয়।

আমরা কেউ হয়তো বিবাহ করতে কোথাও ইসলামিক নিয়ম ভেঙ্গে যাচ্ছে কিনাসঠিক হচ্ছে কিনা তা যাচাই করতে এবং শুদ্ধ করতে ঠিকই ইমামআলেমহুজুরদের কাছে যাই যাতে বিবাহ ঠিক হয়।

অথচ , আমরা একই ভাবে পাশাপাশি যাদের ব্যাবসা আছে তারা তাদের ব্যাবসা ঠিক হচ্ছে কিনা , শুদ্ধ হচ্ছে কিনাইসলামিক দৃষ্টি তে পরিচালিত হচ্ছে কিনা তা আমরা জানতে চেষ্টা করছিনা। 

 আমরা একই ভাবে পাশাপাশি যাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, বা সমাজ পরিচালনার দায়িত্ব আছেতারা তাদের এগুলো  শুদ্ধ হচ্ছে কিনাইসলামিক দৃষ্টি তে পরিচালিত হচ্ছে কিনা তা জানতে চেষ্টা করেন না।

অর্থাৎ ,  নাম্বার চিত্র তথাআমরা সিদ্ধান্ত নিয়েছি, "  আমি আমার জীবনে কিছু ক্ষেত্রে ইসলাম পুরোপুরি মানবোআর কিছু ক্ষেত্রে ইসলাম আংশিক মেনে  চলবোঅন্য আর কিছু ক্ষেত্রে কিছু  মানবোনাবরং নিজস্ব মতামত  বা সমাজের মতামত অনুযায়ী চলবো। "

তাহলে প্রথম কথায় আসি। একটি মোবাইল বা কম্পিউটারের কিছু স্থানে বিদ্যুৎ যাবে,কিছু ক্ষেত্রে যাবেনা এমন হয়না। বরং কম্পিউটারে  সকল সফটওয়্যার বা প্রগ্রামে বিদ্যুৎ সরবরাহ করেই তা পরিচালনা করতে হয়। অন্যথায় কম্পিউটার, বা সফটওয়্যার চালু করা যায়না। 


ইনশাআল্লাহ আগামী পর্বে কথা হবে। আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.