দেশের সব দোষ সরকারের উপর দিলে কি দায় সারা যাবে? এমনকি আপনার নিজস্ব বাজারে লেবু আর কলম মারার ঘটনাও!
দেশে সামান্য হোক আর বড় হক কোন ঘটনা খারাপ হইলেই কিছু জনতা তাদের কালো হতের ইংগিত দিয়ে সরকারের দিকে ইংগিত করে থাকেন। বুঝিনা যে, সরকার কি এই কাজের কর্তাদের তা সব করতে বলেছেন?
কেন? কেন ! কেন??
উত্তরটা শেষে দিচ্ছি।
উত্তরটা শেষে দিচ্ছি।
কোথায় কি ঘটোলো না ঘটলো তা পেপারে পত্রিকায় দেখে সাথে সরকারকে, বা কাউকে ট্যাগ লাগানো কাজটা ভালো কিছু নয়। ........................। ভাবুন তো, আপনারা সরকারে থাকলে আপনাদের নামে কেউ এরকম ট্যাগ দিলে কেমন লাগবে, দেশে খারাপ যাই হোক ঝড় বৃষ্টি, বালা মুসিবত সব দোষ আপনার ও দিলে আপনার কেমন লাগবে??
আসুন আমরা যে যার যায়গা স্বচ্ছ করি। একজন পাহাড় কেটে নিয়ে যাচ্ছে সেদিক না দেখে - নিজে অফিসের কলম টা বাড়ি না নিয়ে যাই। বাজারের যা নিবো টাকা দিয়ে কিনে নেব, ৫ টা লেবু ব্যাগে ভরে নিয়ে ৪ টা নিয়েছি - এরকম বলবোনা। বরং ৫ টার দাম ২৫ টাকা হইলে ৪ টা লেবু ২০ টাকায় কিনলেন। আপনি ৫ টা ২০ টাকা বললে দোকানী দিতে পারতেন। আপনি চোর হতেন না।
কেয়ামতের দিন হাত, পা, চোখ, চামড়া সবই আপনার বিরুদ্ধে স্বাক্ষী দেবে। দেখুন, আল কুরআন, সুরা হা-মিম-আস সাজদাহ তে স্পস্ট আছে, সুরাহ ইয়াসিন এও আছে।
আপনাকে মাই ধরলাম, ভাই লেবু আর কলম কেন মারলেন- আপনি সোজা বলে দিলেন যে অমুক পুকুর মারে, তমুক সাগর মারে, একটা কলম নিলে দোষ? উত্তর = মোটেও না ভাই।
ধরে নিলাম অমুক কেউ একজন পত্রিকার খবর অনুযায়ী জানলেন সে সাগর মেরেছে। তার পাপ = ৫০ পয়েন্ট। আপনি লেবু আর কলম মেরে দেওয়ার ক্ষমতা ছে আপনার সব ক্ষমতা আপনি ব্যবহার করেছেন, আপনার পাপ ও = ৫০ পয়েন্ট। কম-বেশি নয়। তার আরা আপনার পাপের কোন পার্থক্য নেই। সবাই ফেরেশতা নয়। সে হয়তো পাপের তাওবা করেছে, অনুশোচনা করেছে, ফেরত দিয়েছে,এসব খবর তো পেপারে দেয়না। দেয় শুধু শুরুর খবর। কিন্ত আপনি অনুশোচনা করেন নি , তাওবা করেন নি, পাপের উপর শায়ী আছেন। হয়তো সে ক্ষমা পাবেন, আপনি একারনে ক্ষমা নাও পাইতে পারেন। তার পাপ এখন= ০০ পয়েন্ট। আপনার পাপ ও = ৫০*৫০ পয়েন্ট। গীবত,অপবাদ সহ অনেক অপরাধ আপনি করছে তার ফল কি জানেন নিশ্চয়ই ।
ধরে নিলাম অমুক কেউ একজন পত্রিকার খবর অনুযায়ী জানলেন সে সাগর মেরেছে। তার পাপ = ৫০ পয়েন্ট। আপনি লেবু আর কলম মেরে দেওয়ার ক্ষমতা ছে আপনার সব ক্ষমতা আপনি ব্যবহার করেছেন, আপনার পাপ ও = ৫০ পয়েন্ট। কম-বেশি নয়। তার আরা আপনার পাপের কোন পার্থক্য নেই। সবাই ফেরেশতা নয়। সে হয়তো পাপের তাওবা করেছে, অনুশোচনা করেছে, ফেরত দিয়েছে,এসব খবর তো পেপারে দেয়না। দেয় শুধু শুরুর খবর। কিন্ত আপনি অনুশোচনা করেন নি , তাওবা করেন নি, পাপের উপর শায়ী আছেন। হয়তো সে ক্ষমা পাবেন, আপনি একারনে ক্ষমা নাও পাইতে পারেন। তার পাপ এখন= ০০ পয়েন্ট। আপনার পাপ ও = ৫০*৫০ পয়েন্ট। গীবত,অপবাদ সহ অনেক অপরাধ আপনি করছে তার ফল কি জানেন নিশ্চয়ই ।
কন্ঠে স্বচ্ছতার বানী বলে পরে নিজে ১ টাকা মারলে আর ভালো কথা না বলাই ভালো।
আসুন নিজে নিজে ভালো হই, নিজে মানি, প্রত্যেক পদক্ষেপে ভালো হয়ে যাই, পরিবারকে ভালো করি, বিন্দু বিন্দু জলে সিন্ধু হবে। ইনশাআল্লাহ। আগে কলম মারা বন্ধ করি। পরে পাহাড় কাটার প্রতিবাদ করি। repeat- আগে কলম মারা বন্ধ করি। পরে পাহাড় কাটার প্রতিবাদ করি। এটা সামান্য কলম! বলে মেরে দেয়া যাবেনা। আমার সামান্য মারার ক্ষমতা আছে তাই মারলাম। যার হাতি মারার সাগর মারার ক্ষমতা আছে সে তা মারছে।
আপনার মতে - সরকারের সকল এলাকা,প্রতিষ্ঠান দুর্নীতিতে ছেয়ে গেছে। এই টেনশন করে সময় আর চুল ২ টাই যাবে৷ সমাধানের আশা মিটবেনা৷
এর চেয়ে ভালো হতো যে যার কর্মক্ষেত্রে ভালো হতো৷ যার আন্ডারে যে প্রতিষ্ঠান আছে তিনি সেইটা দুর্নীতিমুক্ত রাখতো! পাঠ্যবই হচ্ছে শিক্ষার ১০%. পরিবার ৫০% আর পরিবেশ ৪০%. সব শিক্ষা বইতে থাকলে প্রতিষ্ঠান তৈরী হতোনা। এসব ক্ষেত্রে আমরা শিক্ষা ভালোটা দিলে বিন্দু বিন্দু জলে সিন্ধু হতো।
দেশের শিক্ষা ব্যবস্থা তলিয়ে গেল। সমস্যা হল যার যার আন্ডারে কোন প্রতিষ্ঠান আছে,সে তার টা ঠিক ভাবে শিক্ষা দিলেই বিন্দু বিন্দু জলে সিন্ধু হতো। তাতে ১০ বছর লাগুক।আর কবে সরকারে করবে সেদিন আমি করবো এমনটি হইতে ৫০ বছর লাগবে৷ তাতেও হবেনা।
দেশে সামান্য হোক আর বড় হক কোন ঘটোনা খারাপ হইলেই কিছু জনতা তাদের কালো হতের ইংগিত দিয়ে সরকারের দিকে ইংগিত করে থাকেন। বুঝিনা যে, সরকার কি এই কাজের কর্তাদের তাসব করতে বলেছে? তাহলে আপনার ১ টাকা মারা, লেবু মারা, কলম মারার নির্দেশ ও কি সরকার দিয়েছিলো? নাকি দেশ সম্পুর্ণ ভালো হইলেও আপনার এই কলম আর লেবু, কানের দুল মারার দায় ও সরকারের? এসব কোন বিবেকের কথা নয়।
কুস্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদীস বিভাগের প্রভাষক মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের (রাহিমাহুল্লাহ) বলেছেন - আমাদের বিরোধী দলের কেউ কিছু করলেই তা ভালো কাজ হলেও খারাপ লাগা, , আর আমাদের নিজেদের দলীয় কেউ কিছু করলেই তা খারাপ হইলেও ভালো লাগাতে প্রমান করে, আমরা সবাই নাফসের গোলামী করি, আল্লাহর গোলামী মোটেই করিনা। (বই-এহইয়াউস সুনান)
-উপরের সকল কথায় আমার কোন -
ভুল হইলে ক্ষমাপ্রার্থী।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন