Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

তথ্য শেয়ারের সতর্কতা: আমানতের খিয়ানত করছেন নাতো?

 #গুরুত্বপুর্ন #আমানত 


লাস্টে শায়খের নাম দিয়ে স্ট্যাটাস দিলেন ভালো কথা। কিন্তু কথাটা শায়খ কি নিজে বলছেন? বললেও কি হুবহু এটাই বলছেন? উনি বলে থাকলে উনার ওয়ালের স্ক্রিনশট থাকতো, বইতে বললে বইয়ের পাতার ছবি থাকতো, ভিডিওতে বললে লিঙ্ক থাকতো। 


ভাই কথা যতই শুদ্ধ হউক, যে যে কথা বলেনাই তার নামে চালানো ভয়ংকর গুনাহ ভাই। কারও কথা কোট করতে হলে তার কথা হুবহু লিখতে/বলতে হয়। 


সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন বক্তার নামে কিছু Quotes ঘুরে বেড়াচ্ছে। কোথাও হয়তো তিনি এবিষয়টা বলেন ই নাই, কোথাও হয়তো বলছেন আর উদ্ধৃতি কারী অর্ধেক উল্লেখ করেছেন, কোথাও বা বক্তার 6 লাইন আর উল্লেখ কারীর 6 লাইন ঠিক আছে কিন্তু কিছু শব্দ বাদ দিয়েছেন, কিছু শব্দ যোগ করেছেন। 



ভাইরে হুবহু কথা লিখতে গেলেও বক্তা কিছু সময় থামলে কমা, বেশি থামলে দাড়ি, চোখ বড় করে কিছু বললে ! আশ্চর্য বোধক / বিস্ময় চিহ্ন এগুলা সহ লিখতে হবে । 


সেখানে আমরা কি করছি? 😢 যা প্রচার হচ্ছে যে বাক্য ব্যবহৃত সেগুলো ছাড়া ভিন্ন কিছু, ভাবার্থ দিয়েও কিছু প্রচার চালানো হচ্ছে, বুঝতে চেষ্টা করুন এটা #আমানত। 

একজনের কথা বা নিজ মনগড়া কথা কারো নামে চালাতে পারিনা, তেমন এক বক্তার বাক্য গুলোর শেষে ভিন্ন কোনো আলেম, বা কোনোও জালেম কারো নাম লাগিয়ে আন্দাজে প্রচার করতে পারিনা। এটা অন্যায়।

আর অপরের কথা নিজের নাম দিয়ে চালানো টা আরেক মহা অন্যায়। এটা পরের সম্পদ আত্মসাতের মত। 

আবার যদি কেউ হাদীসের নামে কোনোও কথা আন্দাজে প্রচার করেন তার কথা আর কিইবা বলব, নিজেরাই দেখে নিন।।




কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.