Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

সামাজিক স্রোতের উল্টো দিকে যখন আপনি চলবেন!! শেষ জামানার ইমানের স্বাধ কিছুটা হলেও অনুভব করার সৌভাগ্য হতে পারে

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সুপ্রিয় পাঠক বন্ধুরা। কখনো কি সামাজিক স্রোতের উল্টো দিকে চলেছেন ? সেটা অত্যন্ত কঠিন একটা কাজ।

আজ মানুষের জীবনের পর্যায়ক্রম কয়েকটি  অংশ থেকে নেওয়া ঘটনা বা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব ,আপনাদের কোন  উপকার হয়, তাহলে আমার চেষ্টা সার্থক।

Readme2Know

(১)

যখন আপনার বন্ধুরা সবাই সিনেমা থিয়েটারে, বা টেলিভিশনে চার-পাঁচ ঘণ্টা সময় নষ্ট করে ক্রিকেট বা ফুটবল খেলা দেখার মত কাজ করতে যাবে, যে সমস্ত সময়ের মধ্যে চলে আসে আসলে বিভিন্ন বাজে বিজ্ঞাপন, ্ এসমস্ত ভেবে আপনি সঠিক পথে থাকার নিয়তে বলবেন - আমি যাব না। তখন তারা বলবে- তুই একটা অসামাজিক। মুখ কথা নয়, যেন মুখ থেকে কারো হাতুড়ি 🔨 কারো বা লাঠি ছড়ি ইত্যাদি  বের করে তা সব আপনাকে অনেকেই  প্রদর্শন করতে পারে।

(২)

আপনার পড়াশোনা শেষে চাকরির সময় সবাই বিভিন্ন বেসরকারি ব্যাংকে সুদ ভিত্তিক ব্যাংকে চাকরির চেষ্টা করে কারণ সেখানে বেতন অনেক অনেক গুণ বেশি। আপনি বলবেন আমি ব্যাংকে চাকুরী করবো না কেননা তার চেয়ে হালাল উপায়ে কাজ করে আট থেকে দশ হাজার টাকা আয় করে খাওয়া অনেক ভালো। ঠিক তখনই আপনার আত্মীয়-স্বজন তারা সবাই আপনাকে অসামাজিক বা বেয়াদব বলতেও পারে। কমপক্ষে আপনার সামনে কথা দ্বারা ভয়ানক দৃশ্য প্রদর্শন করতে পারে।

(৩)

চাকুরী করলেন অনেক কষ্টে। বিবাহের সময় সবাই ঢোল তবলা বিভিন্ন গান বাজনা+ গেটের মেয়েদের হাত ধরাধরি, খাওয়ার অনুষ্ঠানে হাত ধরাধরি , ভাবিদের নিয়ে এসব সব জায়গা থেকে প্রায় চলে, ছবি উঠানো ভিডিও করাও চলে.- আপনি বললেন কেউ আমার হাত ধরবে না ,আমি গেটে ফিতা কাটবো না, কোন গান বাজান অনুষ্ঠান করব না, কেউ ছবি উঠাবেন না। ব্যাস, এবার আপনাকে আপনার নিকট এর অনেকেই আগুনের লেলিহান শিখা টা দেখিয়ে দেবে। যে তাদের মনে এবং মগজের কতটা আগুন জ্বলছে।

(৪)

বিয়ের পরে  আপনার ছেলে-মেয়ে বা সন্তান। সবাই আনন্দ খুশি করে শখ করে প্রাণী সম্বলিত পুতুল কিনে নিয়ে আসবে + বিভিন্ন ধরনের বাজনা ,ঝুনঝুনি বিভিন্ন ধরনের প্রাণীর আকৃতির মূর্তিগুলো যা প্লাস্টিকের দ্বারা তৈরি। আপনি আপনার মত করে বলতে থাকবেন যে আমি আমার বাচ্চাদের হাতে সবকিছু উঠিয়ে দিতে পারব না। তখন তারা আপনাকে তাদের ভাব দিয়ে এমন টা বুঝিয়ে দিবে যেন সতীদাহ প্রথা যেমন একটা মঞ্চ তৈরি করা হতো,তাতে একজন জীবন্ত আর একজন মৃত কে জ্বালিয়ে পুড়িয়ে অনর্থক শাস্তি দিত। আপনার জন্য কেমন যেন মঞ্চ তৈরি করে রাখা হয়েছে এরকম একটা পরিবেশ তারা আপনার মনে এবং মাথায় ঢুকিয়ে বুঝিয়ে দেবে - যে তাদের প্রস্তুতিটা ।


 ভাই আপনি সমাজের উল্টোদিকে চলছেন আপনাকে এই সমাজের লোকেরা একপাশে ধাক্কা দিয়ে ফেলে দিবে না , থেকে টেনে ধরে সরিয়ে নেবে না , চারপাশ থেকে ধাক্কা দিয়ে এক জায়গায় রাখবে না । উল্টো আপনাকে বরং তার পাশ থেকে টেনে ছিড়ে খণ্ড-খণ্ড করে ফেলবে  । আপনি সমাজের উল্টোদিকে চলছেন ।কার জন্য চলছেন ? মাথায় রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য ।

 সমাজ আপনার মৃত্যুর পর / আমার মৃত্যুর পর আপনার বা আমার কোন কাজে তারা আসবে না । যারা  আমাদেরকে কোনো সহযোগিতা করতে আসে না । তারা বরং আমাদের ভালো কাজগুলোকে বাধা দেয়। কি প্রয়োজন আছে তাদের সঙ্গে মিতালী করার?

পরবর্তী লেখাগুলো আপনি gmail ইনবক্স (ইমেইলে) পাওয়ার জন্য এই ওয়েবসাইটের নিচেই থাকা সাবস্ক্রিপশন বক্সে আপনার ইমেইল সাবমিট করে দিন।

আজকের এই লেখা সম্পর্কে আপনার মূল্যবান মতামত মন্তব্য যুক্ত করুন।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.