ঘুষ খারাপ নাকি সুদ খারাপ বেশি ?
ঘুষ খারাপ নাকি সুদ খারাপ বেশি?
----------------------------------------
ঘুষ তো দূরের কথা, খুন খারাবী সব চেয়ে বড় একটা পাপ ও অপরাধ, আর সূদকে তাঁর চেয়ে কঠিন পাপ ও অপরাধ বলা হয়েছে, সূদ ৭০ প্রকার অপরাধের সমন্বয়, যার ছোট টা হলো নিজ মায়ের সাথে জেনা করা। অথচ ঘুষ খেলে বা দিলে যে ধরণের ঘৃণা, সাজা এখন সমাজে প্রচলিত তা সূদের ব্যাপারে নেই, সূদের ব্যাপারে কোন কথা ই তো নেই; উপরন্তু প্রতিযোগিতা চলছে, মেধাবী ছেলেদের ও চলছে জীবন বাজি রেখে সেই পাপে ঝাপানোর দৌড় (ব্যাংক জব),কোথাও বা জোর- চাপ প্রয়োগ চলছে সূদের কারবারে একে পরকে জড়ানোর। (ব্যাংকে পদের নাম অফিসার, বেতন ৪০ থেকে শুরু, বাড়ি গাড়ি খ্যাতি আরাম আয়েশ আহহহহহহ)...
নিজে ট্রাই করে সূদের কাজ কারবারে (ব্যাংকে) ঢুকার বা কাউকে ঢুকানোর, অপর দিকে কারো মিথ্যা কথা কে সহ্য করেনা, বা ভেজাল কে সহ্য করেনা, যেন গোফ উঁচু করে মদ খাওয়া। মদ ই তো হারাম কঠিনভাবে, গোফ উঁচু করে মাকরুহ বাচিয়ে কি হবে?
আল্লাহ দয়া করে আমাদের হেফাজত করুন। আমিন।
২ টি ই সরাতে হবে, কিন্তু একটি বড় পাপ ঠিক যাদের দ্বারা প্রচারে আগ্রহী হতে দেখা যায় ঠিক তাঁদের দ্বারাই আরেকটি তুলনামূলক ছোট টি কে "না" করতে দেখা হাস্যকর -
হাস্যকর হলেও আসল কথা হলো - নানা বোয়াল মাছ খায়না, খায়না কেন? পায়না তাই খায়না। কিন্তু যা খায়.....................?
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন