Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

শবে বরাত হলো কুসংস্কার | লাইলাতুম মুবারাকা হলো লাইলাতুল কদর

Peace be upon you! Have a nice day সূরা দুখানের ৩ নং আয়াত নিয়ে কেন এত বিবাদ? সেখানে একটা শব্দ আছে "লাইলাতুম মুবারাকা" বাংলা - বরকতময় রাত, ফার্সি- শবে বরাত। কিন্তু অর্ধেক আয়াত না পড়ে পুরো আয়াত পড়েন, পুরো আয়াতে সেখানে এটাও বলা হয়েছে - সেই লাইলাতুম মুবারাকা বা বরকতময় রাত এজন্য যে সেই রাতে কুরআন নাযিল হয়েছে। "এটা এজন্য বরকতময় রাত, এ রাতে আমি তা নাজিল করেছি "... আর কুরআন নাযিল কোন মাসে হয়েছে তা সবাই জানে। সুরাহ কাদর এ আছে "লাইলাতুল কদরে কুরআন নাজিল করা হয়েছে"........... অন্য আরেক আয়াতে রমজান মাসের নাম উল্লেখিত আছে "শাহরু রামাজান আল্লাজি উনঝিজহিলা ফিহিল কুরআন" - সেই টা রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। .......... তাই লাইলাতুল কদর ই লাইলাতুম মুবারাকাহ, যা রমজান মাস। কখনোওই শাবান মাস নয়। (((বাংলা / ইংরেজি বানান লিখা ঠিক নয়, তবু লিখতে হলো)))

বিদআতঃ শবে বরাত বলে ইসলামে কোন রীতি নেই, এটা নতুন বানানো।  বাংলাদেশ আর ভারত ছাড়া অন্য কোথাও নেই।
. . . . . . . .
খুব বেশি কিছু বলছিনা, ২টি হাদীস আয়াত বলছি,বুদ্ধিমানরা বুঝে নিতে পারবেঃ



শবে বরাতের আমল মুলত দুটিঃ শিরক মুক্ত থাকা, হিংসা ত্যাগ করা | কারণ হাদীসে আসছে "নিসফে শাবান বা শাবান মাসের অর্ধ রাতে প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেয়া হয় শুধু মুশরীক ও হিংষুক ছাড়া"

এক লোক সারা রাত ঘুমিয়ে থাকলো, যদি শিরক ও হিংসামুক্ত থাকে তবে সে ক্ষমা পেল | কিন্তু আমরা কি হিংসা মুক্ত হতে পেরেছি? কতিপয় দল আরেক দলকে সহ্য করতে পারেনা | যারা সারা বছর নামাজের খবর নাই, সারা বছর হিংসুক থাকে, এক রাতে তারা সুফি হয়ে যাবে এমন কোন সুযোগ নাই |

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন নিসফে শাবানের রজনীতে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয় | (ভাগ্য রজনী না, লাইলাতুল বরাত না, শবে বরাত ও না) |
এই মাসে তিনি খুব বেশি রোজা রাখতেন | তাকে প্রশ্ন করা হলোঃ হুজুল আপনি এ মাসে এত রোজা রাখেন কেন? তিনি বললেনঃ আমি চাই আমার আমল এ অবস্হায় উঠুক যে আমি রোজাদার |

অপরদিকে ক্ষমার রজনী বলতে শরিয়ত শুধু কদরের রজনীকেই নির্দেশ করে| আল্লাহ পাক সুরা কদর ও সুরা বাকারা তে বলেছেনঃ পবীত্র সম্মানীত কদরের রজনীতে কুরআন নাজিল হয়েছে ||

রাসুলুল্লাহ (সঃ) বা সাহাবী,তাবেয়ী, তাবে তাবেয়ীন রা কেউ এদিন পালন করেছেন এমন কোন প্রমান কোথাও নেই | শবে বরাত মুলত নতুন আবিস্কৃত |

রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ তোমরা ধর্মের ভেতর নতুন আবিস্কার থেকে দুরে থাক | কেননা ধর্মে প্রত্যেক নব আবিষ্কার ই ভ্রষ্টতা | আর প্রত্যেক ভ্রষ্টতা ই জাহান্নামে যাবে |

অতএব রাসুল (সঃ) যেটি করেছেন তা করার চেষ্টা করা উচিৎ, না পারলে বেপার না. কিন্তু নতুন কিছু তো তৈরী করা যাবেনা | আপনার আমার হিংসা এমন এক মারাত্মক গ্যাস (পাপ) যা আমলকে খেয়ে ফেলে, যেমন আগুনে কাঠ খেয়ে ফেলে |
(হাদীসঃ মিশকাত)

এখন আসি প্রথম যে কথা বলেছিলাম তা শেষ করতেঃ শয়তান তো আমাদের ধরে সরাসরী শিরক করাতে পারছেনা বা মদ খাওয়াতে পারছেনা যার দ্বীনের পথে থাকার চেষ্টারত | তাই শয়তান কি করেছে? দীনি বিষয় দিয়েই (আমীন, মুনাজাত, মিলাদ) ইত্যাদি ইস্যু এনে পরষ্পর হিংসা তৈরী করে দিয়েছে |

আর হাদীসে আসছে হিংসা কারী ছাড়া সবাই ক্ষমা পায় |


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.