Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

ফ্রি মিক্সিং মিটআপ ও পিকনিক

আসসালামু আলাইকুম।


💌 1. মানুষের গুনাহ প্রচার না হওয়া পর্যন্ত আল্লাহ মাফ করেন। প্রচার = সাক্ষী হইলে আল্লাহ রাব্বুল আলামীন আর মাফ করেন না। আবার একটা অনুষ্ঠানে গিয়ে নাচানাচি গান বাজনা। ভাবতেই মাথা ঘুরে আসে। (আবার বলতেছে আয়োজনটা নাকি সুন্দর ছিল! আস্তাগফিরুল্লাহ)

💌 2. # এখানে কতগুলো হারাম কাজ হচ্ছে?

1 বেগানা মহিলার দিকে তাকানোটাই হারাম, 2 কোন মহিলা পর পুরুষের সামনে নিজের শরীর সৌন্দর্য দেখানো হারাম, 3 গান-বাজনা হারাম, আর অপচয় এর কথা বাদই দিলাম। এতগুলো হারাম কাজ করছেন সকলে মিলে। আবার সেগুলো অনলাইনে প্রচার করছেন কোটি কোটি মানুষ সাক্ষী হচ্ছে। (আবার বলতেছে আয়োজনটা নাকি সুন্দর ছিল! আস্তাগফিরুল্লাহ)

💌 3. পাপী দুই প্রকার । পাপ করে মজা পায় আরেকটা আছে অনুতাপ করে। সৃষ্টির প্রারম্ভে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, ইবলিশও ভুল করেছিল।  আর দুই ধরনের লোকের মধ্যে আল্লাহতালা সেই পাপীকে ভালোবাসেন যে পাপী পাপ করার পরেই তওবা করে।

💌4. সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালাম একটি ভুল করেছিলেন এবং ইবলিশ একটি ভুল করেছিল। একজন অনুতাপ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আর একজন মজা পেয়েছিলো। তাই অনুতাপকারী তাওবাহকারি ক্ষমা পেয়েছিলেন আরেকজন হয়েছিলো অভিশপ্ত শয়তান। এটা মুখের কথা নয়, এটা পবিত্র কুরআন সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা এবং পবিত্র কোরআনে বহুবার এসেছে সরাসরি।

ভিন্ন মতের কেউ হলে ভিন্ন কথা কিন্তু আমরা মুসলিম হিসেবে এগুলো মেনে চলা উচিত ভাই। # মিটআপ করছেন ভালো কথা কিন্তু ছেলেরা ছেলেরা একসাথে করতো, মেয়েরা আলাদা করতো তাহলে হয়তো সমস্যা গুলো হতো না। তবুও সেখানে গান বাজনা থাকা চলবেনা, এটা হালাল মনে করা কুফুরী। (আবার বলতেছে আয়োজনটা নাকি সুন্দর ছিল! আস্তাগফিরুল্লাহ)

💌 5. বিবাহিত অথবা অবিবাহিত ছেলে মেয়ের, পুরুষ মহিলার ফ্রি মিক্সিং জিনাহ্ এর বৃহৎ একটা মাধ্যম হইলো মিটআপ/ পিকনিক (আবার বলতেছে আয়োজনটা নাকি সুন্দর ছিল!) আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছি অপরাধ করেও কোন অনুতাপ নাই।

আমার প্রতিটি কথার রেফারেন্স প্রয়োজন হলে সন্দেহের কথাটা কপি করে নিয়ে এআই কে সেন্ড দিয়ে দেন, এআই সকল রেফারেন্স (দলিল) দিয়ে দিবে। এভাবে "পাপী 2 প্রকার, কোরআনে কত জায়গায় আছে, হাদিসে কত জায়গায় আছে সহি হাদিস রেফারেন্স সহ দাও". দিয়ে দেখেন।।  একইভাবে আদম আঃ ও ইবলিশের ঘটনাটা জিজ্ঞাসা করে দেখতে পারেন। আরো জিজ্ঞাসা করতে পারেন মানুষের গুনাহ প্রচার না হইলে আল্লাহতালা মাফ করার কথা আছে কিনা। খাটনি করে জ্ঞান অর্জন করুন ভাইসব কি একজন বলে দিবে!!

অবশেষে একটা হাদিস দিয়ে বিষয়টা সমাপ্ত করি: স্পষ্ট সহীহ হাদীস আছে।

রাসূলুল্লাহ ﷺ বলেন: “আদম সন্তানের জন্য তার জিনার হিস্যা লিখে দেওয়া হয়েছে, সে তা অবশ্যই পাবে। চোখের জিনা হলো দৃষ্টি, কানের জিনা হলো শ্রবণ, জিহ্বার জিনা হলো কথা বলা, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো চলা, অন্তর কামনা করে এবং আকাঙ্ক্ষা করে। আর লজ্জাস্থানই তা বাস্তবায়ন করে বা মিথ্যা প্রমাণ করে।”


📚 সহীহ বুখারী: হাদীস ৬২৪৩  📚 সহীহ মুসলিম: হাদীস ২৬৫৭।


👉 এখানে স্পষ্টভাবে বলা হয়েছে:

- চোখের জিনা→ হারাম জিনিসে তাকানো।

- কানের জিনা→ হারাম কথা/গান-সঙ্গীত শোনা।

- মনের জিনা → মনে কুমন্ত্রণা ও কামনা করা।

- অঙ্গপ্রত্যঙ্গের জিনা → স্পর্শ, পদক্ষেপ।

- আর চূড়ান্ত জিনা ঘটে লজ্জাস্থান দিয়ে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দিন এবং জ্ঞান দান করুন, বুঝার তৌফিক দিন।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.