Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

দুইটি মাসায়েল জেনে নিন= সূরা তারাবী পড়া উত্তম না খতম তারাবী? তারাবিহ ৮ রাকাত নাকি ২০ রাকাত?

আসসালামু আলাইকুম, সামনেই রমজান।

আমাদের দেশে সব বিষয়ের মত রমজান নিয়েও ভুল ধারণা, বিদআত আর ভুল কাজের শেষ নেই। কেউ সঠিক বার্তা নিয়ে আসলে তার উপর নেমে আসে তাদের চরম বিদ্রুপ। রমজানে যুদ্ধ চলে সূরা তারাবী পড়া উত্তম না খতম তারাবী? যা কিনা নফল নামাজ।   অথচ যে ফরজ রোজা রাখছেই না তাকে নিয়ে আমরা কিছু বলিনা।

যাহোক আমার উপরের কথা গুলো ভিডিও এর বিষয় নয়, ভিডিও তে আছে সূরা তারাবী পড়া উত্তম না খতম তারাবী তার মাসায়েল। আর তা কুরআন, সহীহ হাদীস তথা সুন্নাত অনুসারে বক্তব্য রেখেছেন মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। 
ঝগড়া বাদ দিয়ে   জেনে নিন সুরা তারাবীহ বা খতম তারাবীহ  matter।

 দেখে নিন, ভিডিও তে নেই আমি তাহলে উপরের কথা গুলো বললাম কেন? বললাম এজন্য যে এখান থেকে ইনশাল্লাহ উপরের ওই সমস্যা  গুলো সমাধান হবে ইনশাল্লাহ। 
উল্লেখ্যঃ এই চ্যানেল থেকে শিরক, বিদাত, পীর, ওলি, নামাজ,রোজা, সুন্নাত, বিদাত ইত্যাদি সম্পর্কে সহীহ জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। সেগুলো দেখতে প্লে লিস্ট এ যাবেন।


আরোও একটা মাসায়েল জেনে নিন – রমাজান মাসে ৮ রাকাত তারাবিহ পড়া বা ২০ রাকাত – কোনটা ঠিক

thank you all.

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.