Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

কিভাবে বাংলালিংক স্টোর থেকে আন সাবস্ক্রাইব করবেন [যারা আটকে গেছেন দেখুন ব্যালেন্স বাঁচান]

আজ একজনের পোস্ট দেখলাম 

"বাংলালিংকে অানলিমিটেড ডাউনলোড করুন ফ্রী ৭ দিন" 

নামে, হয়তো অনেকে সাবস্ক্রাইব ও করেছেন কিন্তু আমাদের প্রব্লেম হলো এস এম এস এ কি আসে তা পুরো অনেকে পড়েন না, আবার বিশ্বস্ত লোক এর পোস্ট হলে তো কথাই নেই।  যে পোস্ট দিয়েছে  তার কোন দোষ নেই,  
,

ঘটনা হইলো গিয়ে ঃ

এই লিংকে গিয়ে (দেখুন প্রব্লেম নাই) এই লিংকে গেলে ও সাবস্ক্রাইব করলে ৭ দিনের জন্য আপনাকে বাংলালিংক এর এপ স্টোর থেকে ৭০ টাকা - ৮০ টাকা দামের এপ গুলো  ফ্রি নামাতে দেবে ,ডাটা ফ্রি  দেবে এমন নয়। ৭ দিন পর ১২ টাকা করে কাটবেই মাফ নাই। এত এপ থাকতে কেন অইখানে যাবেন  বলেন।

আর সমস্যা হইলো গিয়েঃ

সাবস্ক্রাইব করলে একটা মেসেজ আসছেঃ 
যেখানে লেখা আছে আনসাবস্ক্রাইব করতে হইলে  এই বিদেশী নাম্বারে কল করতে হবে।। বোঝেন ঠেলা।

যারা আটকে গেছেন   চিন্তার কারণ নাই, ফলো করুন নিচের ট্রিক্সঃ 

প্রথমে এখানে যান, apps.banglalink.com.bd    

---- তারপর একদম  নিচে একাউন্ট এ ক্লিক করুন ।  


তারপর এরকম আসলে আন-সাবস্ক্রাইব এ ক্লিক করুনঃ 


তারপর ইয়েস করুন, দেখবেন আবার সাব করার জন্য লিংক আসলে বুঝবেন মাফ পাইছেন, কেটে দিয়ে বেরিয়ে আসুন। 


এরপর আরেক টা মেসেজ আসবে।  একটা লিংক দেবে কিন্তু অই লিংকে যাবেন না , দরকার নাই যাওয়ার। 



ভালো থাকবেন আর সাথে থাকুন ট্রিকবিডি এর, আমার ইউটিউব সাবস্ক্রাইব করুন, ভালো ভিডিও পাবেন, subscribe BACK তো পাবেন ই। ধন্যবাদ। 


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.