Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

মহাগ্রন্থ আল কুরআন থেকে কয়েকটি তথ্যসুত্র ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আজকের বিষয়ঃ মহাগ্রন্থ আল কুরআন থেকে কয়েকটি তথ্যসুত্র
ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
===============================================

যাকাত আদায় করা ফরজ এই বিষয়ে - দেখুন – সুরা আত তাওবাহ এর ১০৩ নং আয়াত।

যাকাত প্রদানের খাত গুলো - দেখুন – সুরা আত তাওবাহ এর ৬০ নাম্বার আয়াত ।

ব্যবসা হালাল ও সুদ হারাম - দেখুন- সুরাহ আল বাকারাহ এর ১৭৫ নং আয়াত।

রোজা আদায় করা ফরজ - দেখুন – সুরা আল বাকারাহ এর ১৮৩ নং আয়াত।

তায়াম্মুম এর বিষয় - দেখুন – সুরা আন নিসা এর ৪৩ নং আয়াত।

জান্নাতে যা চাইবে তাই পাবে - দেখুন – সুরা হা মীম সেজদা এর ৩১ নং আয়াত।

ওজনে কম দেয়ার বিষয় - দেখুন – সুরা আল মুতাফফিফীন এর ১ম আয়াত থেকে।

কুরআন এর ভাষা আরবী+এটি সহজ - দেখুন – সুরা ইউসুফ এর ২য় আয়াত।

ঘুষ হারাম করার বিষয় - দেখুন – সুরা আল বাক্বারাহ এর ৮৮ নং আয়াত।

প্রত্যেক প্রানীকেই মৃত্যুর স্বাদ নেবে - দেখুন – সুরা আলে ইমরান ১৮৫ নং আয়াত।

শীরকের গুনাহ আল্লাহ্ ক্ষমা করেন না - দেখুন – সুরা আন নিসা এর ৪৮ নং আয়াত।

নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে - দেখুন – সুরা আনকাবুত এর ৪৫ নং আয়াত।

স্বামী স্ত্রীর ভূষণ আর স্ত্রী স্বামীর ভূষণ - দেখুন – সুরা আল বাক্বারাহ এর ১৮৭ নং আয়াত।

৩ প্রকার নফস এর বিষয়ঃ
নফসে আম্মারা - দেখুন – সুরা ইউসুফ এর ৫৩ নং আয়াত।
নফসে লাওয়ামাহ - দেখুন – সুরা কিয়ামাহ এর ২য় আয়াত।
নফসে মুতমাইন্নাহ - দেখুন – সুরা ফজর এর ২৭ নং আয়াত।

আল্লাহ্ ধৈর্যশীলদের ভালোবাসেন - দেখুন – সুরা আন নিসা এর ১৫৬ নং আয়াত।

কুরআনে একজন সাহাবী এর নাম - দেখুন – সুরা আহযাব এ (যায়েদ বিন হারিসাহ)


----------------------------------------------------------------------------------------
   
----------------------------------------------------------------------------------------

===============================================

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

===============================================
১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রথম যুদ্ধ ছিলো –বদরের যুদ্ধ (২য় হিজরী।

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ যুদ্ধ ছিলো – তাবুকের যুদ্ধ (৯ম হিজরী)।

৩. হাদীস সংগ্রহ শূরু হয় – ১০০ হিজরী তে।

৪. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর খনন করেন – তালহা রাদিয়াল্লাহু আনহু।

৫. হুদায়বিয়াহ এর সন্ধির অপর নাম – ফাতহুম মুবীন বা সুস্পষ্ট বিজয়।

৬. হুদায়বিয়াহ এর সন্ধিপত্র লিখেছিলেন – আলী রাদিয়াল্লাহু আনহু।

----------------------------------------------------------------------------------------
In this Frame, Download this information
----------------------------------------------------------------------------------------

কোন তথ্য ভুল পেলে সাথে সাথে জানাবেন, লিখার সময় ভুল উঠতে পারে যা বুঝা যায়না।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.