Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

ইসলামে মা কে নিয়ে সেরা উক্তি











অনেকে মা এর বিষয়ে / মা কে নিয়ে যা-ইচ্ছা প্রচার করছে , অথচ টাইটেল "মা কে নিয়ে সেরা উক্তি"।
আসলে মা কে নিয়ে সেরা উক্তি ইসলাম নামক ধর্মের চেয়ে সেরা আর কেউ করতে পারেনি, পারবেও না।
আমি ইসলামের কিছু উক্তি তুলে ধরছি।
-------------------------------------------------------------------
* ইসলামে মায়ের কোল শব্দটি যেভাবে উল্লেখ আছে, বাবার কোল শব্দটি ওভাবে উল্লেখ নেই। মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যালয়, মায়ের আদর অতুলনীয়।

* মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে।

* বুখারি শরিফে এসেছে, এক সাহাবী ইসলামের জন্য যুদ্ধে যেতে চাইলে নবী (সা.) তাকে জিজ্ঞাসা করেন তার মা আছেন কিনা? আছে জেনে তাকে তার মায়ের সেবা করতে নির্দেশ দেন।

* বুখারি শরিফের আরেকটি হাদিস,এ হাদিসে গর্ভধারণ, দুধ পান ও লালন-পালনের কষ্ট সহ্যের জন্য মায়ের মর্যাদা ৩ গুণ বেশি বলে নবী (সা.) মায়ের কথা ৩ বার বলেছেন। এক সাহাবী নবী (সা.) কে বলেন, হে আল্লাহর রাসুল আমার ওপর কার মর্যাদা ও অধিকার বেশি। নবী (সা.) বলেন তোমার মায়ের। এরপর? তিনি বললেন, তোমার মায়ের, প্রশ্ন করা হল অতঃপর? তিনি বললেন, তোমার মায়ের। জিজ্ঞাসা করা হল এরপর? নবী (সা.) বললেন, তোমার বাবার। অতঃপর সর্বাধিক ঘনিষ্ঠজনদের।

* এক সাহাবী তার মাকে কাঁধে নিয়ে কাবা প্রদক্ষিণ করে, ইবনে ওমরকে জিজ্ঞাসা করল মায়ের হক কি আদায় হল? তিনি বললেন, মায়ের ১ (এক) টা দুধের ঋণও শোধ হয়নি।
* ইসলাম বলেছে, মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে বেশি সাওয়াব আর কিছুতে হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব পাওয়া যায়।

* নবী (সা.) এর এক সাহাবি মায়ের ওপর স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে তার মৃত্যুক্ষণে মুখে কালিমা বের হচ্ছিল না। অতঃপর মা তাকে মাফ করে দিলে তার মুখে কালিমা উচ্চারিত হয়।
* নবী করিম (সা.) ঘোষণা করেছেন, ‘বেহেশত মায়ের পায়ের তলে অবস্থিত।’ অর্থাৎ মাকে যথাযোগ্য সম্মান দিলে, তার উপযুক্ত খিদমত করলে এবং তার হক আদায় করলে সন্তান বেহেশত লাভ করতে পারে।

* সন্তানদের বেহেশত লাভ মায়ের খেদমতের ওপর নির্ভরশীল।

কিসের মা দিবস? মা বছর হওয়া চাই।
আসুন, মা কে ভুলে না যাই।


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.