Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

সালাম দিলে ৯০ নেকি - এটি হাদিস নয় -ভুল বিশ্বাস

এটি ভূল কথা : সালাম দিলে নববই নেকী আর জওয়াব দিলে দশ নেকী
---------------------------------------
উপরের কথাটা বেশ প্রসিদ্ধ। কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে, এটা হাদীস কি না?
 এ কথাটা হাদীসের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে নেই। বরং একটি সহীহ হাদীসে এসেছে যে, সালামে শুধু ‘আস্সালামু আলাইকুম’ বললে দশ নেকী, ‘ওয়া রাহমাতুল্লাহ’ বৃদ্ধি করলে বিশ নেকী এবং ‘ওয়া বারাকাতুহ’ সহ পুরো সালাম বললে ত্রিশ নেকী পাওয়া যায়।

দেখুন : সুনানে আবু দাউদ হাদীস : ৫১৫৩, জামে তিরমিযী হাদীস : ২৬৮৯

এজন্য ওই প্রচলিত কথাটির পরিবর্তে উপরোক্ত হাদীসে উল্লেখিত বিষয়টি প্রচার করা উচিত। আর একটা  জিনিস মানাতে মিথ্যাচার করা চরম অন্যায়। যা শরিয়ত বলেনা তা বলে শরিয়তের নামে মিথ্যা অপবাদ দিয়ে জাল হাদীস বলা অত্যান্ত ক্ষতিকর। 
আর যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসালাম কে বিশ্বাস করে সে এই সালামে ১ সাওয়াব হইলেও দিবে। মিথ্যাচার ও লোভ দরকার হবেনা।

------------------------- আরোও আছে:

আরবি হাদিস
-----------------
عَن عِمْرَانَ بنِ الحُصَينِ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ، فَقَالَ النبيُّ ﷺ: « عَشْرٌ » ثُمَّ جَاءَ آخَرُ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: « عِشْرُونَ » ثُمَّ جَاءَ آخَرُ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله وَبَركَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: « ثَلاثُونَ ». رواه أَبُو داود والترمذي، وقال: «حديث حسن »

বাংলা হাদিস
---------------
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এভাবে সালাম করল আসসালামু আলাইকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেলে তিনি বললেন, তার জন্য দশটি নেকী। তারপর দ্বিতীয় ব্যক্তি এসে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বলে সালাম পেশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন, তার জন্য বিশটি নেকী। তারপর আর একজন এসে আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহ বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন, তার জন্য ত্রিশটি নেকী।

[তিরমিযি ২৬৮৯, আবু দাউদ ৫১৯৫, [আহমদ ১৯৪৪৬, দারেমি ২৬৪০]

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.