Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

অন্যের হাতে নিজ ফেসবুক ইমেইল তুলে দিবেননা - সতর্ক হোন নয়ত বিপদ

অনেকে আছেন না জেনে নিজ ফেসবুক একাউন্ট অন্যের হাতে তুলে দিচ্ছেন নিজের অজান্তেই।  আসুন অতি সংক্ষেপে জেনে নিই :
১. তা কিভাবে হয়?
২. এতে কি ক্ষতি হয়? ও
৩. দিয়েছেন কিভাবে বাঁচা যায়.?

* ১. কিভাবে আসে?
কিছু ফ্রিল্যান্স সাইট, কিছু  ফাউ পিটিসি, ইউটিউব,  ইত্যাদি ((বিশেষ করে লাইক ফর লাইক ফ্যান পেজ এ হয়)) আরোও বিভিন্ন সাইট যেখানে আইডি খুলতে হয় (রেজিস্ট্রেশন করা) আর নিচে লেখা  থাকে login with Facebook বা login with google ইত্যাদি।
 যেমন, UC Browsre এর ক্লাউড এ আমি ফেসবুক বা গুগল দিয়ে লগিনের  চেষ্টা করছি।

তখন নতুন একাউন্ট না খুলে সেই ফেবু,  গুগল বা টুই দিয়ে লগিন করলে  app permission চায় ও লগিন হয়।

* ২. কি কি ক্ষতি?
যে সাইটে এই ভাবে ঢুকলেন সেই সাইট এডমিন আপনার ফেসবুক আইডি এপস এর মাধ্যমে ইউজ করতে পারে, লাইক কমেন্ট শেয়ার দিতে পারে।  আপনি টের পাবার আগেই কেল্লা ফতে।

আর কোন কিছু যদি ব্লাক মার্কেটিং , অবৈধ বে-আইনি কাজে ব্যবহৃত হয়? তাদের পেজ, প্রোফাইলে হয় তাহলে বুঝতেই পারছেন। 

* ৩. কি ভাবে বাঁচা যাবে?
আগেই এমন কিছু করেছেন কিনা বা করা আছে কিনা চেক করে নিন।  সহজ পথ
1. Login Facebook > Setting > app

2. Select apps যা দেখাবে। যেমন আমার আর নিচে ইউজড ১ দেখাচ্ছে।
আর-------------


3. Select app - box in left এ টিক দিন


4. নিচের দিকে Click remove app করি ২ বার


# এখন এপ রিমুভ হয়ে গেছে আর ইউজড ০ শুন্য দেখাচ্ছে।



!!.............. আল্লাহ হাফেজ .............!!


কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.