Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

সহজে অনলাইনে অনুবাদ করে নিন বিশ্বের যেকোন ভাষা




আসসালামু আলাইকুম।  অনেক ব্রাউজার অটো অনুবাদ থাকেনা তাই এই সাইট তাদের প্রয়োজন হয়, থাকলেও অনেক সময় লাগে।

* কিভাবে শুরু করবেন?
-----------------------------
প্রথমে গুগল ক্রম বা ফায়ারফক্স অথবা ইউসি ব্রাউজার দিয়ে এড্রেস এ লিখুন   http://www.translate.google.com অথবা এই লেখায় ক্লিক করুন
.

এরপর বাম ও ডানে ২ টি ভাষা দেখতে পাবেন। সেখানে নিজেও লিখতে পারেন বা কোন লেখা কপি-পেস্ট ও দিতে পারেন। সাইট লিংকে যাওয়া মাত্র  মোবাইল ভার্সন আসে। এখানে অনুবাদ এর জন্য অল্প লেখা যায়, বড় লেখা লিখতে পেজের নিচে classic / desktop লেখা ক্লিক করুন,  এতে পাশাপাশি ২ টাই দেখতে পাবেন ও আরোও বেশি টুলস আসবে।


* অনুবাদ ব্যাবহারের নিয়ম:
------------------------------------
মোবাইল ভার্সনের  জন্য বাম পাশে ১ টি ঘর আছে, ক্লিক করে কোন ভাষা লিখবেন বা কি কপি পেস্ট দিচ্ছেন তা সিলেক্ট করতে হবে। আর ডান পাশে সিলেক্ট করতে হবে কোন ভাষায় তা চাচ্ছেন।
অর্থাৎ বাংলা থেকে ইংরেজি চাইলে বামে বাংলা ও ডানে ইংরেজি অপশন বাছাই  করতে হবে। ভয় নেই, বিদেশী ভাষার ননিচেয় থাকছে ইংরেজি তে উচ্চারণ!!!

লেখা শুরুর আগে ভাষা বাছাই করা ভালো। অনুবাদ এর উচ্চারণ ও শুনতে পাবেন অনুবাদের বাম পাশে থাকা ছোট স্পিকার মাইক আইকন এ চাপ দিয়ে। দেখুন

আর ডেস্কটপ দিয়ে গেলে বা মোবাইল ডেস্কটপ ভার্সননে গেলে বামে ৩ টি ডানে ৩ টি ভাষা দেওয়া থাকবে। প্রত্যেকের ডানে একটি তীর চিহ্ন থাকে যাতে ক্লিক করে আরো ভাষা  পাওয়া যাবে। নিচে দেখুন



ডেস্কটপ এ যেতে এই লিংক এ https://translate.google.com.bd এ যান, অথবা এই লেখায় ক্লিক  করুন। লিংকে কাজ না হইলে সেখানে পেজের নিচে ইন্সট্রাকশন ফলো করুন।



* সতর্কতা :
--------------
এইখানে প্রদর্শিত সকল অনুবাদ ১০০% সঠিক আসেনা। দেখলেই বুঝবেন কিছুটা হেরফের আসে। তবে বহু কাজে লাগে কারণ অনেক দুর্বোধ্য ইংরেজি বা হিন্দি বা অন্য ভাষা কিছুটা হইলেও ভাসা ভাসা পড়তে পারলে বুঝে নেয়া যায়। যেমন কোন ওয়াইটের রুলস পলিসি বিশাল পেজ,অথবা কোন সংবাদ বা কারো লেখা, কখন পড়বেন? তবে এখান থেকে বাংলা করে নিয়ে চোখ বুলালে আইডিয়া আসবে।


আমার ছোট্ট সাইটে ঘুরে আসবেন। সাবস্ক্রাইব করতে পারেন নিয়মিত  তথ্য পেতে হয়তো আপনার কোন কাজে আসবে।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.