Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

মাইকে কুরআনুল কারিমে তেলাওয়াত করা যায়? ১৪ টি আয়াত খেয়াল রাখুন যত্নের সাথে।

কুরআন পড়ার সময় যেকোন ভাষায় যদি তেলাওয়াতে সেজদা পড়া হয় তবে যে পড়ে ও যে শোনে উভয়কে একেকবার পড়া বা শুনার জন্য একেকটা সেজদা দেয়া ওয়াজিব হয়ে যায় | 

কুরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে | 

* নিয়মঃ আয়াত পড়া বা শুনা মাত্র অযু করে পশ্চিম দিকে ফিরে দাড়িয়ে তাকবিরে তাহরীমা বলতে হয় তার পর আল্লাহু আকবার বলে সেজদাতে গিয়ে ৩ তাসবিহ পড়বেন তারপর সোজা ঊঠে দাড়িয়ে শেষ 

* ব্যতিক্রমঃ যদি একসাথে কয়েকটি তেলাওয়াতে সেজদা পড়া হয় তবে এক তাকবীরে আলাদা সেজদা দিবে. 
# তেলাওয়াতে সিজদার ১৪ টি আয়াত (সুরা ও আয়াত ও পারা নাম্বার সহ) দেয়া হলোঃ 

সূরা আরাফ ২০৬ {পারা ৯} 

সূরা রাদ ১৫ {পারা ১৩} 

সুরা নাহল ৫০ {পারা ১৪} 

সুরা বণী- 
ইসরাঈল ১০৯ {পারা ১৫} 

সুরা মারইয়াম ৫৮ {পারা ১৬} 

সুরা হজ্জ ১৮ (ইমাম শাফেয়ীর মতে ৭৭) {পারা ১৭} 

সুরা ফুরকান ৬০ {পারা ১৯} 

সুরা নামল ২৬ {পারা ১৯} 

সুরা সাজদাহ ১৫ {পারা ২১} 

সুরা সোয়াদ ২৪ {পারা ২৩} 

সুরা হা মীম 
সেজদাহ ৩৮ {পারা ২৪} 

সুরা নাজম ৬২ {পারা ২৭} 

সুরা ইনশিকাক ২১ {পারা ৩০} 

সূরা আলাক্ব ১৯ {পারা ৩০} 
....... .................. ........ 
কিছু এলাকাতে দেখা যায় আজান দেয়ার মাইকে কুরআন তেলাওয়াত করে থাকেন | এটা মোটেও উচিৎ কাজ নয় | একটা কারণ হলো তেলাওয়াতে সিজদার আয়াত, আরেকটা কারণ যখন মাইকে কুরআন তেলাওয়াত করা হয় তখন অনেক মানুষ কাজে ব্যাস্ত থাকতে পারে , আর কুরআন তেলাওয়াতের সময় চুপ করে তা শুনা ওয়াজিব,কারো মতে ফরজ (সুরা আরাফ ২০৮) | সবাই কাজ বাকি রেখে আপনার তেলাওয়াত শুনবে এটা সম্ভব না | আপনার জন্য কেন পুরো এলাকাবাসীকে গুনাহগার করবেন? আর সেজদার এই ১৪ আয়াতের ১ টি শুনলে সেজদা দেওয়া ওয়াজিব। উ

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.