Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

রোজা ৩০ দিন ৩ ভাগ নয়; ৩০ দিনই সমান রহমত, মাগফিরাত, নাজাত এর

আসসালামু আলাইকুম, রোজাদার দের জন্য একটি মুনকার হাদিস ছবিসহ আলোচনা করতে চাই। 

আজকের আলোচনা - রমজানকে ৩ ভাগ করা ভুল। প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফেরাত, শেষ ১০ দিন নাযাত - এটা মুনকার  হাদীস (সহীহ নয়) যা সর্বদা পরিত্যাক্ত। অর্থাৎ এই কথা রাসুল (স) বলেছেন এমন প্রমান নেই, রাবীও নেই


হাদীস সংগ্রহে সর্বাধিকারী ইমাম বুখারী (র: ), তার কিতাবে এমন হাদীস আসেনি। অন্য সিহাহ সিত্তা (মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তিরমিজি,ইবনে মাজাহ) তেও আসেনি, অথবা অন্য কোন সহীহ হাদীস কিতাবেও আসেনি।

অথচ বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানী রা ব্যাবসায়ের ক্ষেত্র করে এসব করেছে, এই ৩ ভাগ করা অন্য কোন দেশে নেই।নিচের ছবি ২ টি সঊদী আরবের রিয়াদ থেকে তোলা,দেখুন সেখানে ৩ ভাগ নেই। 
কেউ আত্মীয় থাকলে ফোন করে জেনে নিতে পারেন। এদেশে হয়তো অনেকে না বুঝে এসব করছে অথচ যার জন্য রোজা তার কথা খুঁজে দেখেনা তিনি কি বলেছেন। আল্লাহ প্রতি রাত প্রতি দিন ই তিনি বান্দাহদের দুয়া কবুল করেন, ক্ষমা করেন। (আল-হাদীস)
আর রমজানের ৩০ দিন ই, ৩০ রাতই ক্ষমা, রহমত ও নাজাতের।

তাই,
→ বেশি বেশি দান সাদকাহ করুন।
→ বেশি বেশি জিকির করুন।
→ বেশি বেশি তাওবাহ,ইসতিগফার পড়ুন।
আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।

------- ছবি সংগ্রহ - মো: আব্দুল্লাহ ভাই। রিয়াদ,সৌদী আরব থেকে।

কোন মন্তব্য নেই

Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.