Saturday, April 15, 2017

জুম্মাহ এর আমল প্রিন্ট ডাউনলোড (দেওয়ালে টানানোর সুন্দর ওয়ালমেট )

আসসালামু আলাইকুম।
প্রিয় ভাই ও বোনেরা,  আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মুসলিম দের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ন দিনকে  যথাযথ ভাবে  পালনের এক ক্ষুদ্র প্রয়াস নিয়ে। এটি জুম্মাহ দিনের  কিছু আমল নিয়ে তৈরী একটি ওয়ালমেট বলা যায়।
 

      


যা  হবে ২ টি পৃষ্ঠা বা ২ টি ছবি। যা একত্রে প্রিন্ট করলে পাশাপাশি আটকে দিয়ে লেমিনেটিং করানো যেতে পারে অথবা পরিষ্কার  স্ক্রিনে তৈরী কাঠের ফ্রেমে রাখা যেতে পারে । তাতে সে গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকেনা।    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এর জীবনী থেকে জানতে পারি জুম্মাহ এর দিনে ২০ টির কাছাকাছি সুন্দর সুন্দর ও গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার ভেতর যেগুলো করতে পারবো সহজে কিন্তু ভুলে যাই সেগুলো নিয়ে তৈরি এই ওয়ালমেট,  আর পায়ে হেটে মসজিদে যাওয়া, পেয়াজ রসুন না খাওয়া এসব জানে অনেকে মানে তাই এগুলো এড করিনি।


 মহান আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বের দিন হলো জুম্মাহ এর দিন, এই দিন আল্লাহর দেয়া ঈদের চাইতে গুরুত্বপুর্ণ দিন। আমি এখানে কিছুউ ডেমো ছবি আপ্লোড করবো এটা কিভাবে কাজ করবে সে বিষয়ে, সাথে থাকবে গুগল ড্রাইভ স্টোরেজ লিংক যেখানে  আরোও নতুন স্টাইল ও নতুন ডিজাইনের ওয়ালমেট আপডেট করা হবে।  কেউ আমার আথে যোগাযোগ করে ফ্রি তে নিজ আঁকা কিছু এড করায়ে নিতে পারবেন  নিজেও এড করতে পারবেন। নিচে কিছু নির্দেশনা ও ড্রাইভ স্টোর লিঙ্ক দেওয়া হলোঃ 


 এখানে সাদা পেজের ডেমো থেকে নির্দেশনা দেওয়া হলো; 

ধরুন আপনি প্রিন্ট দিলেন, ফলে পেজ এরকম দেখা যাচ্ছেঃ
এরপর পেজ ২ টা ২ দিক থেকে জুড়ে দিবেন। 
ফলে তৈরী হবে একটি পুর্ণ ওয়ালমেটঃঅনেক গুলো ডিজাইন ডাউনলোড করুন আমার স্টোর থেকে,  ফাইল সাইজ  ছোট আছে এবং এই স্টোর আপডেট করা হয়।  

To Download - CLICK THIS LINK.


যারা এড করতে পারেন না, আমার সাথে এই সাইটের ট্যাব এ যোয়াযোগ করুন,  একক ও সুনির্দিষ্ট নির্দেশনা দিলেআমি এখানে ছবি, ফ্রেম সহ যেকোন কিছু এড করে দেবো ইনশা-আ- আল্লাহ।।,  

Please Share This:


0 » Comments:

♥ Designed By: SmKhalid ♥


The Pure Life Guidelines© , All Rights Reserved.