Readme2Know । (কিছু সত্য জানতে- কিছু সত্য জানাতে) । The Pure Guidelines । Get us on FreeBasic.Com

তাকদীরের উপর অনেক বুজুর্গের ও বিশ্বাস দেখা যাচ্ছেনা - where are you

তাকদীরের উপর অনেক বুজুর্গের ও বিশ্বাস দেখা যাচ্ছেনা - কুফুরী


এই ২ জন এক নয়, এক হতে পারেনা।
১। আল্লাহর উপর ভরসা রাখে ও তাঁরই ফয়সালায় সন্তুষ্ট।
২। প্রাণপন চেষ্টা করে, অবশেষে সব উপায় হারিয়ে আল্লাহর ফয়সালা কে মেনে নেয়।


প্রথমে জেনে নিন মহান আল্লাহর ঘোষণাঃ (Surah Al Fazr)
(15)
মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।
Now, as for man, when his Lord trieth him, giving him honour and gifts, then saith he, (puffed up), "My Lord hath honoured me.

(16)
এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।
But when He trieth him, restricting his subsistence for him, then saith he (in despair), "My Lord hath humiliated me!"


তাই ---------  আসলে এক জনের রিজিক দোকানে লেখা থাকা তাঁর জন্য অপমান এর নয় (সম্মান কমানোর কিছু নয়), আর একজন এর রিজিক রাজার আসনে থাকা তাঁর জন্য সম্মান বাড়ানোর কিছু নয়। আল্লাহ যেখানে যার যা লিখেছেন সেখানে তাকে খুশী থাকার মাঝেই প্রকৃত সম্মান। ইচ্ছা করুন বা না করুন কাজ যেখানে লেখা সেখানে আপনাকে যেতে হবেই।
Youtube.com/smkhalidiu
what to do? plan and decision are not same


কেউ বলতে পারেন - তাহলে সূদী প্রতিষ্ঠানেও আমাকে লিখছেন তাহলে পাপ হবে কেন? হা পাপ বা সাওয়াব ও হবে নিয়তের উপর, বিচার ও হবে নিয়তের উপর। যে আপনি কি আশা করতেন ও কি চেষ্টা করতেন তাঁর উপর । সূদী প্রতিষ্ঠানে থেকেও যদি তা থেকে বের হতে চেষ্টা করেন তাহলে সাওয়াব হবে, ধর্মীয় প্রতষ্ঠানে থেকেও সূদী কারবার কামনা করলে গোনাহ ই হবে ।

আপনার ইচ্ছা শক্তি স্বাধীন, ইচ্ছা অনুযায়ী কাজ হাসিল করা স্বাধীন নয় তাই করতে পারেন না, এটা আল্লাহর হাতে। যেখানেই যান তা আল্লাহ ই দিয়েছেন মনে রাখতে হবে। ভালো কিনা তা বিচার করবেন বেতনে নয়, পদে নয়, স্থান কাল পাত্র নয়। বিচার করবেন কাজটা আপনি পারেন বা জানেন কিনা, কাজটা বৈধ কিনা, পবিত্র কিনা তা দেখে।

M K S
Page 1 of 31123...50
LOAD MORE POST
Blogger দ্বারা পরিচালিত.